News forum

 
 
Picture of Tanvir Ahmed Khan
অনলাইন পরীক্ষাগুলোর মূল্যায়ন
by Tanvir Ahmed Khan - Wednesday, 26 November 2014, 6:42 PM
 

এই কোর্সে তোমাদের যেসব অনলাইন হয়েছে সেগুলোর মার্ক এই ডকে পাওয়া যাবে। কোন সমস্যা হলে, যেমন ধরো, তুমি ওই দিন উপস্থিত ছিলে কিন্তু এখানে অনুপস্থিত দেখাচ্ছে কিংবা অন্য কোনো ভুল থাকলে এই ফোরামে আমাদের জানাও। সবাইকে আসন্ন টার্ম ফাইনাল এক্সামের জন্য শুভকামনা, :-)